একটি রাস্তার পাশে এক সারিতে ৫৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?

A ৫৫০ মিটার

B ৫২০ মিটার

C ৫৪০ মিটার

D ৫০০ মিটার

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
একটি রাস্তার পাশে এক সারিতে ৫৫ টি গাছ লাগানো আছে।
একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার।

∴ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছে দুটি মধ্যে দূরত্ব = ৫৪ × ১০ মিটার 
= ৫৪০ মিটার 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions