বাংলাদেশের পাহাড়শ্রেনীর ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে?

A    প্লাইসটোনিস যুগের

B    টারশিয়ারী যুগের

C    মায়োসিন যুগের

D    ডেবোনিয়ান যুগের

Solution

Correct Answer: Option B

 

ভূপ্রকৃতির ভিন্নতার ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। ১। টারশিয়ারী যুগের পাহাড়সমূহ ২। প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ৩। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি.

বাংলাদেশের পাহাড়সমূহ সৃষ্টি হয়েছে- প্লেটটেকনোনিক প্রক্রিয়ায়। বাংলাদেশের পাহাড় সমূহ গঠিত হয়- টারশিয়ারী যুগে।

বাংলাদেশের পাহাড় সমূহ- ভাঁজ বা ভঙ্গিল শ্রেণীর।

বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়- গারো পাহাড়।

বাংলাদেশের পাহাড় সমূহের গড় উচ্চতা- ২০৫০ ফুট।

আলু টিলা পাহাড়- খাগড়াছড়িতে অবস্থিত।

লালমাই পাহাড়- কুমিল্লায় অবস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions