কিওক্রাডাং এর উচ্চতা প্রায়-  

 

A ১০১০ মিটার

B ১৮৩০ মিটার

C ১২৩০ মিটার

D ১৩৬৪ মিটার

Solution

Correct Answer: Option C

 -কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে।
-মারমা ভাষায় কেও মানে 'পাথর', ক্রা মানে 'পাহাড়' আর এবং ডং মানে 'সবচেয়ে উঁচু'।
-অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়।
-এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিত।
-এক সময় এটিই বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছিল। আধুনিক গবেষণায় এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে।
-বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিং ডং। 
-স্থানীয় উপজাতীয়দের ভাষায় 'তাজিং' শব্দের অর্থ বড় আর 'ডং' শব্দের অর্থ পাহাড় যা একত্রিত করলে হয় তাজিংডং।
-এ পর্বতের উচ্চতা প্রায় ৪ হাজার ৩ শত ফুট। এটি বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নে অবস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions