সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো-

A ০%

B ১০-১৫%

C ৩-৬%

D ১০০%

Solution

Correct Answer: Option C

- সালোকসংশ্লেষণ হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। 
- এই প্রক্রিয়ায়, সূর্যের আলোর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। 
- সালোকসংশ্লেষণের কর্মদক্ষতা হলো সূর্যের আলোর শক্তির কত শতাংশ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
- এই কর্মদক্ষতা সাধারণত ৩-৬% হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions