‘ম্যাকমোহন লাইন’ কোন কোন দেশের সীমানা নির্ধারন করে?
A চীন ও রাশিয়া
B চীন ও ভারত
C ভারত ও পাকিস্তান
D পাকিস্তান ও আফগানিস্তান
Solution
Correct Answer: Option B
- ম্যাকমোহন লাইন হলো ভারত ও চীনের মধ্যেকার সীমান্তরেখা।
- ১৯১৪ সালে সিমলা চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতের পক্ষ থেকে স্যার হেনরি ম্যাকমোহন এই সীমানা নির্ধারণ করেছিলেন।
- যদিও ভারত এই রেখাকে আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃতি দেয়, চীন তা মানে না, যা দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধের অন্যতম কারণ।