কেন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত?
A আমেরিকা
B নরওয়ে
C কানাডা
D রাশিয়া
Solution
Correct Answer: Option D
সুমেরু অঞ্চল বা আর্কটিক পৃথিবীর সর্ব উত্তরের অঞ্চলটির নাম। ইংরেজি নামটি এসেছে গ্রিক শব্দ arktos থেকে যার অর্থ "ভালুক"। আকাশের উত্তর-পূর্ব কোণে দেখা যাওয়া একটি তারামণ্ডলের আকৃতি ভালুকের মত হওয়ায় এমন নাম দেয়া।