COP 30 - এ COP মানে কী?

A কনফারেন্স অব প্যারিস

B কনফারেন্স অব দ্য পাওয়ার

C কনফারেন্স অব দ্য পার্টিস

D কনফারেন্স অব দ্য প্রটোকল

Solution

Correct Answer: Option C

- জলবায়ু বিষয়ক সম্মেলন COP এর আয়োজন করেঃ জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা United Framework Convention on Climate Change (UNFCCC)।
- UN- Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির সদর দপ্তর বন, জার্মানি।
- বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন এর লক্ষ্যে সংস্থাটি ১৯৯৫ সাল থেকে Conference of the Parties (COP) সম্মেলন আয়োজন করে আসছে।
- এরই ধারাবাহিকতায় ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ সালে আজারবাইজানের বাকু শহরে ২৯তম COP সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- COP‑29‑এর প্রতিপাদ্য ছিল: “In Solidarity for a Green World” (সবুজ বিশ্বের পক্ষ নেওয়ার মাধ্যমে সংহতি)
- ২০২৫ সালে (১০ নভেম্বর - ২১ নভেম্বর) কপ-৩০ ব্রাজিলে অনুষ্ঠিত হবে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions