হজ্জযাত্রা কোন সমাসের উদাহরণ
A ৪র্থী তৎপুরুষ
B ৩য়া তৎপুরুষ
C ৫মী তৎপুরুষ
D ৭মী তৎপুরুষ
Solution
Correct Answer: Option A
-পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাই চতুর্থী তৎপুরুষ সমাস ।
-যেমন - হজ্জের নিমিত্তে যাত্রা =হজ্জযাত্রা ।
-প্রদত্ত ব্যাসবাক্যে ৪র্থী বিভক্তি 'নিমিত্ত' লোপ পেয়েছে ।