আটলান্টিক ও প্রশান্ত মাহাসাগরকে যুক্ত করেছে কোনটি?

A    সুয়েজ খাল

B    মিসিসিপি

C    ভলগা

D    পানামা খাল

Solution

Correct Answer: Option D

 

∎পানামা খাল:

পানামা খাল জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নির্মীত একটি খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ইস্থমাস বলতে দুটো বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে বোঝায় যার অন্য দুই পাশে সাধারণত পানি থাকে।

পানামার ইস্থমাস উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আলাদা করেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions