Correct Answer: Option B
হরমুজ প্রণালী:
- হরমুজ প্রণালী পারস্য উপসাগর (Persian Gulf) ও ওমান উপসাগর (Gulf of Oman)–কে সংযুক্ত করে।
- এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোকপয়েন্ট, যেখান দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের প্রায় ২০% পরিবাহিত হয়।
- প্রণালীর উত্তর তীরে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত।
- হরমুজ প্রণালীর দৈর্ঘ্য ১৬৭ কিলোমিটার (প্রায়)।
অন্য অপশন
- লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করে সুয়েজ খাল, হরমুজ প্রণালী নয়।
- জিব্রাল্টার প্রণালী সংযুক্ত করে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে, এর সঙ্গে লোহিত সাগরের কোনো সম্পর্ক নেই।
- ওমান উপসাগর ও লোহিত উপসাগরকে সরাসরি কোনো প্রণালী সংযুক্ত করে না।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions