জিব্রাল্টার প্রনালী কোন কোন দেশকে পৃথক করেছে?
A পর্তুগাল ও মরক্কো
B মৌরিতানিয়া ও স্পেন
C আলবেনিয়া ও স্পেন
D মরক্কো ও স্পেন
Solution
Correct Answer: Option D
- প্রণালি হলো দুটি বৃহৎ জলরাশিকে সংযোগকারী সংকীর্ণ জলপথ।
- জিব্রাল্টার প্রণালি ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে পৃথক করেছে।
- এই প্রণালিটি পূর্ব দিকে ভূ-মধ্যসাগরকে এবং পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।