Solution
Correct Answer: Option B
- অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনির এবং ক ও র- এর পরের বিভক্তি বা প্রত্যয়ে স থাকলে তা ষ হয়। যেমন- চিকীর্ষা, চক্ষুষ্মান, মুমূর্ষ ইত্যাদি।
- ই-কারান্ত (অধি, অভি, পরি, প্রতি, বি) এবং উ-কারান্ত (অনু, সু) উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়। যেমন- অভিষেক, অনুষঙ্গ, অনুষ্ঠান, বিষম, সুষমা ইত্যাদি।