Correct Answer: Option B
- কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে, তাকে ভঙ্গিল পর্বত বলে।
এর প্রধান বৈশিষ্ট্য— ভাঁজ।
ভঙ্গিল পর্বত গুলো হচ্ছেঃ
- এশিয়ার হিমালয়,
- ইউরোপের আল্পস,
- উত্তর আমেরিকার রকি,
- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions