Solution
Correct Answer: Option B
পৃথিবীর উচ্চতম:
উচ্চতম পর্বতশৃঙ্গ- মাউন্ট এভারেস্ট
উচ্চতম মালভূমি- পামির মালভূমি (তিব্বত, চীন)
উচ্চতম দেশ- তিব্বত
উচ্চতম ভবন- বুর্জ খলিফা, UAE, ৮২৮ মিটার
উচ্চতম সেতু (ঝুলন্ত)- মিলাও, ফ্রান্স (৩৪২ মিটার)
উচ্চতম পর্বত- হিমালয়
উচ্চতম রাজধানী- লাপাজ, বলিভিয়া
উচ্চতম মূর্তি- স্ট্যাচু অব ইউনিটি (ভারত)
উচ্চতম হ্রদ- টিটিকাকা (বলিভিয়া)
উচ্চতম জলপ্রপাত- অ্যাঞ্জেল ফলস
উচ্চতম ভাস্কর্য- সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি (ভারত), ১৮২ মিটার