জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?
A মালদ্বীপ
B ইন্দোনেশিয়া
C জাপান
D শ্রীলঙ্কা
Solution
Correct Answer: Option D
জাফনা দ্বীপ হল শ্রীলঙ্কার উত্তর-পূর্ব অঞ্চল। এই শহরের বেসির ভাগ অধিবাসি তামিল ভাষার মানুষ।
তামিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর ৩৭ বছরব্যাপী লড়াই হয়।