শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন।

A শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।

B কি ভয়ানক বিপদ!

C তার সাংস্কৃতিক নাই।

D সূর্য উদিত হয়েছে?

Solution

Correct Answer: Option D

শুদ্ধ: সূর্য উদিত হয়েছে?
অশুদ্ধ: সূর্য উদয় হয়েছে?

শুদ্ধ: তার সংস্কৃতি নাই।
অশুদ্ধ: তার সাংস্কৃতিক নাই।

শুদ্ধ: কী ভয়ানক বিপদ!
অশুদ্ধ: কি ভয়ানক বিপদ!

শুদ্ধ: শুধু গায়ের জোরে কাজ হয় না।
অশুদ্ধ: শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions