শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন।
A শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।
B কি ভয়ানক বিপদ!
C তার সাংস্কৃতিক নাই।
D সূর্য উদিত হয়েছে?
Solution
Correct Answer: Option D
শুদ্ধ: সূর্য উদিত হয়েছে?
অশুদ্ধ: সূর্য উদয় হয়েছে?
শুদ্ধ: তার সংস্কৃতি নাই।
অশুদ্ধ: তার সাংস্কৃতিক নাই।
শুদ্ধ: কী ভয়ানক বিপদ!
অশুদ্ধ: কি ভয়ানক বিপদ!
শুদ্ধ: শুধু গায়ের জোরে কাজ হয় না।
অশুদ্ধ: শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।