বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
A কাস্পিয়ান সাগর
B সুপিরিয়র হ্রদ
C ভিক্টোরিয়া হ্রদ
D ইরি হ্রদ
Solution
Correct Answer: Option A
- কাস্পিয়ান সাগর আয়তনে অনুসারে পৃথিবীর বৃহত্তম আবদ্ধ জলাশয়।
- একে পৃথিবীর বৃহত্তম হ্রদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে যার আয়তন একটি সম্পূর্ণ সাগরের সমান।