মিয়ানমারের রোহিঙ্গারা কত সালে নাগরিকত্ব হারায় ?
A ১৯৭২
B ১৯৮২
C ১৯৯২
D ২০০২
Solution
Correct Answer: Option B
১৯৭৮ সালে নে উইন সামরিক সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে 'অপারেশন ড্রাগন কিং' চালায়। ১৯৮২ সালে মিয়ানমারের নাগরিকত্ব আইনে ১৩৫টি গোত্রের জনগোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু রোহিঙ্গাদের সেই তালিকার বাইরে রাখা হয়।