কোথায় ইউরেনিয়াম এর সন্ধান পাওয়া গিয়েছে?
A চন্দ্রনাথ পাহাড়ে
B লালমাই পাহাড়ে
C কুলাউড়া পাহাড়ে
D আলুটিলায়
Solution
Correct Answer: Option C
১৯৭৫ সালে বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে।
- কক্সবাজারে তেজস্ক্রিয় বালু পাওয়া গেছে যাকে ‘কালো সোনা’ বলা হয়। কক্সবাজারের একশো’ বিশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে এই ‘কালো সোনা’ পাওয়া যায়।