বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা আমি তোমায় .....'' রচিত হয় বাংলা কোন সনে ?
A ১৩১০
B ১৩১৫
C ১৩১২
D ১৩১৪
Solution
Correct Answer: Option C
- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত।
- এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে।