- মধ্য এশিয়ায় অবস্থিত পামীর মালভূমিকে (Pamir Plateau) "
পৃথিবীর ছাদ" (Roof of the World) বলা হয়।
- এটি বিশ্বের সর্বোচ্চ মালভূমিগুলোর মধ্যে অন্যতম, যার গড় উচ্চতা অনেক বেশি। হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ এবং তিয়েন শান পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত এই বিশাল ও উঁচু মালভূমিটিকে রূপক অর্থে "পৃথিবীর ছাদ" হিসেবে অভিহিত করা হয়।