'সুন্দা খাত' কোন মহাসাগরে অবস্থিত?
A প্রশান্ত মহাসাগর
B ভারত মহাসাগর
C আটলান্টিক মহাসাগর
D দক্ষিণ মহাসাগর
Solution
Correct Answer: Option B
- সুন্দা খাত বা শুন্ডা খাত ভারত মহাসাগরের অন্যতম প্রধান গভীর সামুদ্রিক খাত।
- এই সামুদ্রিক খাতটির পূর্ব নাম "জাভা খাত"।
- সুন্দা খাত ভারত মহাসাগরের দ্বিতীয় গভীরতম স্থান হিসেবে পরিচিত।