বায়ুমণ্ডলের কোন স্তর শীতলতম তাপমাত্রা ধারণ করে?
Solution
Correct Answer: Option C
- বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে মেসোমণ্ডল (Mesosphere) সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে।
- এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ থেকে ৮৫ কিলোমিটার উচ্চতায় অবস্থিত।
- মেসোমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, যা প্রায় -৮৩° সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
- এছাড়া, মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ডগুলো এই স্তরে প্রবেশ করে এবং পুড়ে যায়।