Solution
Correct Answer: Option C
যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য প্যা তাকেই তৎপুরুষ সমাস বলে । পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি (কে, রে ,ব্যাপিয়া ) লোপ পেয়ে যে সমাস হয় ,তাই দ্বিতীয়া তৎপুরুষ সমাস ।
যেমনঃ সংখ্যাকে অতীত =সংখ্যাতীত ।
প্রদত্ত ব্যাসবাক্যে পূর্বপদ ' সংখ্যাকে ' এর 'কে ' বিভক্তি সমস্তপদে লোপ পেয়েছে ।
উল্লেখ্য ,সংখ্যা +অতীত = সংখ্যাতীত হয় সন্ধির নিয়মানুসারে ।