দক্ষিণ কোরিয়ায় কখন টাইফুন ঝড় হয় ?
A জানুয়ারি -ফেব্রুয়ারি মাসে
B এপ্রিল-মে মাসে
C জুলাই -আগস্ট মাসে
D সেপ্টেম্বর -অক্টোবর মাসে
Solution
Correct Answer: Option C
দক্ষিণ কোরিয়া হল জাপানের উপকুলে। এই এলাকাই টাইফুন হয় জুলাই ও আগস্ট মাসে ।
ঘূর্ণিঝড় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যেমন-
- ভারত মহাসাগরীয় অঞ্চলে 'সাইক্লোন'
- অস্ট্রেলিয়ার উপকূলে 'সাইক্লোন'
- আমেরিকায় হ্যারিকেন নামে পরিচিত,
- জাপানের উপকূলে 'টাইফুন'
- ফিলিপাইনে 'বাগিও'
- মেক্সিকো উপকূলে 'হ্যারিকেন' ইত্যাদি।