'চলচ্চিত্র' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
A চল+চিত্র
B চলত +চিত্র
C চলৎ + চিত্র
D চলঃ+চিত্র
Solution
Correct Answer: Option C
ত্ ও দ্ এরপরে চ্ ও ছ্ থাকলে ত্ ও দ্ স্থানে চ্ হয়। যেমন:
- চলচ্চিত্র = চলৎ্ + চিত্র;
- উচ্ছেদ = উৎ + ছেদ;
- সচ্চিন্তা = সৎ + চিন্তা প্রভৃতি।