সঠিক কোনটি ?

A চলাকালীন সময়ে

B চলাকালে

C চলাকালের সময়ে

D চলাকালিন সময়ে

Solution

Correct Answer: Option B

- যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরুপে প্রকাশ পায় ,তাকে বাক্য বলে ।
- মনের ভাব সম্পূর্ণরুপে প্রকাশের জন্য একটি সার্থক বাক্য হতে হলে কয়েকটি গুণ থাকা আবশ্যক। এর মধ্যে অন্যতম হল বাক্যে বাহুল্যদোষ না ঘটানো ।
- যেমন -বিদ্যালয় চলাকালীন সময়ে ছাত্র -ছাত্রীকে উপস্থিত থাকা বাধ্যতামূলক ।প্রদত্ত উদাহরণটি ভুল ।
- কারণ ' বিশেষ্য 'কাল ' অর্থ সময় ; 'কালীন ' হচ্ছে 'কাল ' শব্দের বিশেষণ পদ ।
- সুতরাং ,চলাকালীন সময়ে বলতে বুঝায় চলার সময়ে সময়ে ,যা দ্বিত্ব বা বাহুল্যদোষ সৃষ্টি করে ।
- তাই শুদ্ধ বাক্যটি হবে ; বিদ্যালয় চলাকালে /চলার সময়ে ছাত্র ছাত্রেকে উপস্থিত থাকা বাধ্যতামূলক

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions