Solution
Correct Answer: Option D
- জাতীয় রাজস্ব বোর্ড কর প্রশাসনের শীর্ষ সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে।
- এর বর্তমান চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।
- এর স্লোগান 'উন্নয়নের অক্সিজেন রাজস্ব,
- এর অনুবিভাগ ৩টি যথাঃ কাস্টমস, মুসক ও আয়কর
- এর হেল্প লাইন ১৬৫৫৫