Islam Khan transferred the capital of Bengal of Dhaka from where?
A Rajmahal
B Tanda
C Sonargaon
D Kolkata
Solution
Correct Answer: Option A
- মুঘল সম্রাট জাহাঙ্গীর ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করে ১৬০৮ সালে ইসলাম খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন।
- সুবেদার ইসলাম খান বার ভূঁইয়াদের দমন করে ১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থাপন করে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।
- এভাবেই ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে।