কোন বাক্যে কমার অসংগত প্রয়োগ ঘটেছে?
A কেউই জানেনা, সে কোথায় গেছে
B বেশ, তাই হবে
C তার কাঁধে বিরাট বোঝা, হাতে লাঠি
D তুমিও যাবে, আমিও যাব
Solution
Correct Answer: Option A
- এই বাক্যে "কেউই জানেনা, সে কোথায় গেছে" কমার ব্যবহার অসংগত।
- এখানে কমার প্রয়োজন নেই, কারণ এটি একটি সরল বাক্য।
- সঠিক বাক্য হবে: "কেউই জানেনা সে কোথায় গেছে।"