বাংলাদেশে ডাক বিভাগ পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবার নাম কি?
Solution
Correct Answer: Option D
১১ নভেম্বর ,২০১৮ সালে ডাক বিভাগের ব্র্যান্ড ব্যবহার করে থার্ড ওয়েভ টেকনোলজিস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা 'নগদ' চালু করে। ২৬ মার্চ ,২০১৯ সালে এটি বাজারে লেনদেন শুরু হয় ।