Solution
Correct Answer: Option C
রাঢ়/সূহ্ম
- অবস্থান: ভাগীরথী নদীর পশ্চিম তীর, বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ কোলকাতা (পুরো সীমানা ভারতের পশ্চিমবঙ্গে)।
- রাঢ়ের অপর নাম: সূহ্ম
- বিশেষত্ব: রাঢ়ের দক্ষিণে মেদিনীপুর জেলায় ‘তাম্রলিপ্ত' ও ‘দণ্ডভুক্তি' নামের দুটি ছোট বিভাগ ছিল। তৎকালীন হুগলি জেলার রূপনারায়ণ নদের সঙ্গমস্থল থেকে ১২ মাইল দূরে রূপনারায়ণ নদের তীরে।“তাম্রলিপ্ত ছিল একটি বিখ্যাত নৌবন্দর ও বাণিজ্যকেন্দ্র' (*)। বর্তমান মেদিনীপুর জেলার তামলুকই এলাকাই ছিল তাম্রলিপ্ত বন্দরের কেন্দ্রস্থল। অষ্টম শতকে তাম্রলিপ্ত বন্দরের সমৃদ্ধি নষ্ট হয়।