'লবঙ্গ দ্বীপ' কোন দেশে অবস্থিত?
A আয়ারল্যান্ড
B তানজানিয়া
C মেক্সিকো
D বাহরাইন
Solution
Correct Answer: Option B
- 'লবঙ্গ দ্বীপ' বলতে মূলত তানজানিয়ার জাঞ্জিবার দ্বীপপুঞ্জকে বোঝানো হয়।
- জাঞ্জিবার দ্বীপপুঞ্জ লবঙ্গ উৎপাদনের জন্য বিখ্যাত এবং এটি একসময় বিশ্বের প্রধান লবঙ্গ সরবরাহকারী অঞ্চল ছিল।
- এখানকার উষ্ণ ও আর্দ্র জলবায়ু লবঙ্গ চাষের জন্য অত্যন্ত উপযোগী।