Solution
Correct Answer: Option D
✔রাইবোজিয়াম এক ধরনের ব্যাকটেরিয়া।রাইবোজিয়াম ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদের শিকড়ে গুটি বা নডিউল সৃষ্টি করে।এজাতীয় ব্যাকটেরিয়া বায়ুমন্ডল থেকে নাইট্রোজেন সংযোজন করে নিজের প্রয়োজন মেটায় এবং অবস্থানকারী উদ্ভিদকে সরাবরাহ করে।
✔শিম জাতীয় উদ্ভিদ যেমন চীনা বাদাম, সয়াবিন, মসুর,ছোলা, মটর ফসলে রাইবোজিয়াম সার ব্যবহার হয় এবং আশানূরুপ ফল পাওয়া যায়।