- প্রাকৃতিক চুম্বককে পূর্বে লোড স্টোন বলা হত। - লোড স্টোন হলো একটি খনিজ যা চুম্বকের মতো আচরণ করে। - এটি ম্যাগনেটাইট নামে একটি খনিজ থেকে তৈরি। - লোড স্টোনকে প্রাচীনকাল থেকেই চুম্বক হিসেবে ব্যবহার করা হয়ে আসছে।
-যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাদেরকে ফেরোচৌম্বক পদার্থ বলে। যেমন - লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি।
-ফেরোচৌম্বক পদার্থের বৈশিষ্ট: ১) এরা চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয়। ২) এরা কঠিন এবং স্ফটিকাকারের হয়। ৩) এদের চৌম্বক ধারকত্ব ধর্ম রয়েছে। ৪) এদের নির্দিষ্ট কুরী বিন্দু রয়েছে। কুরী বিন্দুর ওপরে এর কোনাে চুম্বকত্ব থাকে না। যেমন: লোহার কুরি তাপমাত্রা ৭৭০º C বা ১০৪৩K.
- ফেরোচুম্বকত্ব হলো সেই ভৌত প্রক্রিয়া যার মাধ্যমে কিছু নির্দিষ্ট বস্তু (যেমনঃ লোহা) স্থায়ী চুম্বক তৈরী করে বা কোনো চুম্বক কর্তৃক আকর্ষিত হয়। - পদার্থবিদ্যায় বিভিন্ন ধরনের চুম্বকত্ব রয়েছে। লোহা, নিকেল, কোবাল্ট, এদের সঙ্কর ধাতু এবং বিরল মৃত্তিকা ধাতু হলো ফেরোচৌম্বকীয় পদার্থের উদাহরণ। - তামা, দস্তা, বিসমাথ, রূপা, সোনা, সীসা, পানি ইত্যাদি ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ। - অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এন্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তরল অক্সিজেন প্রভৃতি প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ।
মুক্তভাবে ঝুলন্ত চৌম্বক শলাকা বা সাধারণ চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরু যথাক্রমে ভূ-চুম্বকের দক্ষিণ এবং উত্তর মেরুর দিকে অবস্থান করে । এজন্য আমরা সাধারণভাবে বলে থাকি যে, ভূ-চুম্বকের দক্ষিণ মেরু ভৌগলিক উত্তর মের−র দিকে এবং ভূ-চুম্বকের উত্তর মেরু ভৌগলিক দক্ষিণ মেরুর দিকে থাকে।
তেমনি ভূ-চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুর সংযোজক রেখাকে ভূ-চৌম্বক অক্ষ বলে। ভৌগোলিক অক্ষের সাথে এই ভূ-চৌম্বক অক্ষ প্রায় ১৮ ডিগ্রি কোণ করে আছে।
চৌম্বক আবেশ (Magnetic flux) প্রকাশ করা হয় ওয়েবার (Weber) এককে। চৌম্বক আবেশের ঘনত্ব (Magnetic flux density) প্রকাশ করা হয় টেসলা (Tesla) এককে। আত্নপ্রবর্তন বা পারস্পরিক প্রবর্তন সহগ (Coefficient of self or mutual induction) প্রকাশ করা হয় হেনরি (Henry) এককে।
স্থির তড়িৎ ও চল তড়িৎ গুরুত্তপুর্ণ প্রশ্নঃ ♦ বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-একই হয় ♦ বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন্ ধাতুর তার ব্যাবহার করা হয়? নাইক্রোম ♦ বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারনত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-মটির সঙ্গে সংযোগ হয় না ♦ আকাসে বিজলী চমকায়- মেঘের অসংখ্য পানি ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে ♦ দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ -বিদ্যুৎ এর অপচয় কম হয় ♦ সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে - কার্বন দন্ড ও দস্তার কৌটা ♦ বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা -তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে ♦ মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে -ওয়েভ গাইডের মধ্য দিয়ে ♦ সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়? নাইট্রোজেন ♦ টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়? আর্গন ♦ বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার ♦ বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় -? স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে ♦ বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়? কিলোওয়াট ঘণ্টায় ♦ বৈদ্যুতিক বাল্ব তড়িৎ শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? আলোক ও তাপ শক্তিতে ♦ বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় কিসের সাহায্যে? অ্যামিটার ♦ এস. আই এককে চোউম্বক ফ্লাক্স এর একক কি? ওয়েবার ♦ স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলী থেকে গৌণ কুন্ডলীর তারের পাকের সংখ্যা কি রকম থাকে? বেশী ♦ স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলী থেকে গৌণ কুন্ডলীর তারের পাকের সংখ্যা কি রকম থাকে?কম ♦ রেডিওতে কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয়?স্টেপ ডাউন ♦ একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে- বৈদ্যুতিক রোধ বেড়ে যায় ♦ বাংলাদেশে তড়িৎ কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে সাইকেল এর তাৎপর্য - প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০বার দিক বদলায়
-চৌম্বকক্ষেত্র অপসারিত হলেও যে কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব বিলুপ্ত হয় না,তাকে স্থায়ী চুম্বক বলে। -স্থায়ী চুম্বক তৈরিতে ইস্পাত,এলনিকো সংকর,ফেরাইট নামক যৌগিক পদার্থ ব্যবহ্নত হয়। -টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহ্নত হয়।এটি একটি স্থায়ী চুম্বক।এটি আয়রন অক্সাইড বা বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি যৌগিক পদার্থ।
টেপ রেকর্ডার এবং কম্পিউটার স্মৃতির ফিতার সিরামিক চুম্বক ব্যবহৃত হয়। আর ক্যাসেটের ফিতার ক্রোমিয়াম অক্সাইড ব্যবহৃত হয়। যখন ফিতা চালনা করা হয় তখন তা ঘুরে ঘুরে বৈদ্যুতিক ক্ষেত্রের সংস্পর্শে এসে সংরক্ষিত তথ্য প্রেরণ করে।
পৃথিবী একটি বিরাট চৌম্বকক্ষেত্র - এটি প্রমান করেন চিকিৎসাবিজ্ঞানী ডা. গিলবার্ট এবং তা ১৬০০ সালে বিভিন্ন পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে পৃথিবী চুম্বকের ন্যায় আচরন করে।
চুম্বকের সংগায় বলা হয় যে পদার্থ আকর্ষণ ও দিক নির্দেশ করতে পারে তাকে চুম্বক বলে। পৃথিবী এর উপরের সমস্ত জিনিসকে নিজের দিকে টানে, এছাড়া আপনি যদি একটি চুম্বককে সুতা দিয়ে বেধে ঝুলিয়ে দেন তবে এটি একই দিক বরাবর থামবে, অর্থাৎ দিক পৃথিবী ঠিক করে দেয়। তায় ধারনা করা হয় পৃথিবী নিজেই একটা চুম্বক।
ভূ-চৌম্বকীয় ক্ষেত্র হল চৌম্বক ক্ষেত্র যা পৃথিবীকে ঘিরে থাকে। এটি পৃথিবীর গলিত লোহার কোর দ্বারা তৈরি। ভূ-চৌম্বক ক্ষেত্র হল এক ধরনের চৌম্বক ক্ষেত্র যা পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে শুরু করে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত, যেখানে ক্ষেত্রটি সূর্য থেকে উৎপন্ন হয়ে সৌর বায়ুর সাথে মিলিত হয়। ভূপৃষ্ঠে এর আয়তন ২৫ থেকে ৬৫ মাইক্রোটেসলা (০.২৫ থেকে ০.৬৫ গস)।
যে সকল তড়িৎযন্ত্রের ক্ষণস্থায়ী চুম্বকের প্রয়োজন হয় অর্থ্যাৎ ব্যবহারকালে চুম্বকত্বের বারবার পরিবর্তনের দরকার হয়, সে সকল যন্ত্রে অস্থায়ী চুম্বক ব্যবহার হয়। যেমন, বৈদ্যুতিক কলিং বেল, ট্রান্সফর্মারের কোর, টেলিফোনের ডায়াগ্রাম ইত্যাদি। বিদ্যুৎ প্রবাহে নরম লোহা দ্রুত চুম্বকে পরিণত হয়, এটি একটি অস্থায়ী চুম্বক।
একটি চুম্বককে একটি চৌম্বক পদার্থের কাছে বা সংস্পর্শে আনলে চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, এ ঘটনাকে চৌম্বক আবেশ বলে। চৌম্বক আবেশের আন্তর্জাতিক একক ওয়েবার/মিটার২
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।