গতি (21 টি প্রশ্ন )

-অভিকর্ষজ তরণ g এর উপর নির্ভরশীল ।
-মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি ,বিষুবীয় অঞ্চলে g এর মান মেরু অঞ্চলের তুলনায় কম ।
-যেহেতু g এর মান বাড়লে ওজন বাড়বে এবং g এর মান কমলে ওজন কমবে ।
-সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। পাহাড়ে বা খনির ভিতরে বস্তুর ওজন মেরু অঞ্চলের তুলনায় কম ।
-পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য ।


 

∎মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি।




যখন লিফট ব্যবহার করে নিচে নামা হয় তখন স্থির অবস্থান থেকে একটি ত্বরণের সৃষ্টি হয় এবং লিফটের সাপেক্ষে সেই ত্বরণ অভিকর্ষজ ত্বরণের চেয়ে কম হয়। এ কম ত্বরণ নিয়ে আমরা লিফটের উপর আমাদের ওজনের চেয়ে কম বল প্রয়োগ করি। ফলে আমরা হালকা বোধ করি। অর্থাৎ আমাদের ওজন কম মনে হয়। এজন্য লিফট দিয়ে নিচে নামার সময় নিজেকে হালকা লাগে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন




সরল দোলকের দোলনকালের সূত্র হল:

T = 2π√(l/g)

যেখানে,

  • T হল দোলনকাল
  • l হল দোলকের দৈর্ঘ্য
  • g হল মধ্যাকর্ষণজনিত ত্বরণ

যদি মধ্যাকর্ষণজনিত ত্বরণ 9 গুণ বাড়ে, তাহলে সূত্রটি হবে:

T' = 2π√(l/9g)

T' = T/3

সুতরাং, দোলনকাল 3 গুণ কমে যাবে।



অভিকর্ষজ ত্বরণ (g) এর মান কমলে, দোলনকাল বাড়ে। বিষুবরেখা থেকে মেরু অঞ্চলের অভিকর্ষজ ত্বরণের মান বেশি। এজন্য পেন্ডুলাম ঘড়িকে বিষুবরেখা হতে মেরুতে নিলে দোলনকাল কমবে। ফলে ঘড়িটি দ্রুত হবে।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

বিষুবীয় অঞ্চলে সারা বৎসর দিন ও রাত্রি সমান থাকে। কারণ বিষুবরেখা পৃথিবীর কেন্দ্রগামী। সূর্যের সাথে কেন্দ্র আপেক্ষিক অবস্থায় সারা বৎসর সমান থাকে।



সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0