পানিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা যায়-
A ব্লিচিং পাউডার মিশিয়ে
B অঙ্গার ও বালি স্তরের মধ্য দিয়ে
C ফিটকিরি দ্বারা থিতিয়ে
D পানিকে পরিস্রুত করে প্রবাহিত করে, ক্লোরিন মিশিয়ে
Solution
Correct Answer: Option D
ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং: পানির জীবাণু ধ্বংস করতে ক্লোরিন বহুল ব্যবহৃত একটি রাসায়নিক। যদি পানি ফোটানো বা ফিল্টার করার ব্যবস্থা না থাকে তাহলে পানি বিশুদ্ধিকরণ ক্লোরিন ট্যাবলেট দিয়ে পানি পরিশোধন করা যেতে পারে।