ইলেকট্রিক্যাল টেকনোলজি (55 টি প্রশ্ন )
ফিউজ সব সময় লাইভ তারে সংযুক্ত করা হয়, যেন অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহজনিত কোন দুর্ঘটনা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা পায়।

একটা রাসায়নিক পদার্থ থাকে যেটা এই গোটা ব্যবস্থা মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে। এটাকে রেফ্রিজারেন্ট বলে। এই রাসায়নিক পদার্থ হিসেবে ইউজ করা হয় ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন বা টেট্রাফ্লুরোইথেন, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন অথবা হাইড্রোফ্লুরোকার্বন।
• রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম ফ্রেয়ন ও অ্যামোনিয়া।
• রেফ্রিজারেটরে কম্প্রেসারের কাজ ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো।
• রেফ্রিজারেটরে কনেডেনসারের কাজ ফ্রেয়নকে ঘনীভূত করা।
• রেফ্রিজারেটরে ইভাপোরেটরের কাজ ফ্রেয়নকে বাস্পীভূত করা।
-এসি কারেন্ট (AC CURRENT) এর বৈশিষ্ট্য: এসি কারেন্টের গতি সবসময় একই থাকেনা। 
-এসি কারেন্টের গতি প্রতিমিনিটে আপ-ডাউন করে। 
-এসি কারেন্ট পরিবর্তশীল কারেন্ট। 
-এসি কারেন্টে হাত দিলে শক্ করে। 
- এসি কারেন্ট সরাসরি কোন ইলেক্ট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা যায়না।

হাই ভোল্টেজ ব্যবহার করার জন্যে রোধের ব্যবহার কম করতে হয়। রোধের ব্যবহার কম করার জন্যে বিদ্যুত অপচয় কম হয়।

মেঘের অসংখ্য জলকণা/বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে আকাশে বিদ্যুৎ চমকায় । জলীয়বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হওয়ার সময় এতে প্রচর স্থির বৈদ্যুতিক চার্জ জমা হয়। অপেক্ষাকৃত হালকা পজিটিভ (+ ve) চার্জ থাকে মেঘের ওপর পৃষ্ঠে এবং ভারী নেগেটিভ (-ve) চার্জ থাকে নিচের পৃষ্ঠে। যথেষ্ট পরিমাণ + ve ও – ve চার্জ জমা হওয়ার পর, এদের পারস্পরিক আকর্ষণের দরুণ + ve চার্জ থেকে – ve চার্জের দিকে বাতাসের মধ্য দিয়ে spark আকারে বিদ্যুৎ প্রবাহিত হয়। এ ঘটনাই হলো বজ্রপাত । বজ্রপাতের সময় বাতাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং বাতাসের একটি সরু চ্যানেলকে আয়নিত করে। বাতাসের আয়নিত পরমাণু থেকে বিকীর্ণ শক্তিই আলোক শক্তি ও শব্দশক্তির আকারে আমাদের নিকট এসে পৌঁছায়।
 

∎বিদ্যুৎ বিলের কিলোওয়াট-ঘন্টায় হিসাব করা হয়।


- সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয়ের প্রধান কারণ হল তাপ সৃষ্টি।
- বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে বিদ্যুৎ প্রবাহিত হলে তা উত্তপ্ত হয়ে লালচে হয়ে যায়। এই উত্তাপ থেকে আলো নির্গত হয়। কিন্তু ফিলামেন্টের অধিকাংশ তাপ আলো হিসেবে বিকিরিত না হয়ে তাপ শক্তি হিসেবে চারপাশে ছড়িয়ে পড়ে। ফলে বাতি থেকে কার্যকরভাবে উৎপন্ন আলোর পরিমাণ কমে যায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তি অপচয় কম হয়তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌঁছায় ,প্রেরক তার দীর্ঘদিন ভাল থাকে ,প্রেরক তারের রোধ কম থাকে।
বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষার জন্য। সার্কিট ব্রেকারে টিন ও সিসার তৈরি একটি কম গলনাঙ্কের সঙ্কর ধাতুর তৈরি 'ফিউজ' বা তার ব্যবহার করা হয়। এর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গলে গিয়ে বিদ্যুৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায় এবং বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা পায়।
- বৈদ্যুতিক ইঞ্জিন সবচেয়ে দক্ষতা সম্পন্ন।
- বৈদ্যুতিক মোটরগুলি বিদ্যুৎকে কাজে রূপান্তর করতে খুব দক্ষ।
- পদার্থবিদরা 90% এর মত বিমূর্ত সংখ্যা নিক্ষেপ করেন, যেখানে দহন ইঞ্জিন নিয়ে আলোচনা করার সময় তারা 40% এর কম সংখ্যা ব্যবহার করেন।



 

যে তড়িৎ যন্ত্র বিদ্যুৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মোটর বলে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন






 

∎ট্রান্সফরমার:

ট্রান্সফরমার বা ট্রান্সফর্মার একটি গতিহীন নিশ্চল বৈদ্যুতিক যন্ত্র (কোনো গতিশীল যন্ত্রাংশ নাই) যা বিদ্যুৎ শক্তিকে একটি বৈদ্যুতিক বর্তনী থেকে অপর একটি বৈদ্যুতিক বর্তনীতে একই কম্পাংকে স্থানান্তর করে। এ.সি. (Alternating Current) ব্যবস্থায় কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে বা বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তর করার জন্য ট্রান্সফর্মার ব্যবহৃত হয়। কম থেকে বেশি ভোল্টেজে রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফর্মারকে "স্টেপ-আপ ট্রান্সফর্মার" বা "উচ্চধাপী ট্রান্সফর্মার" এবং বেশি থেকে কম ভোল্টেজে রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফর্মারকে "স্টেপ-ডাউন ট্রান্সফরমার" বা "নিম্নধাপী ট্রান্সফর্মার" বলা হয়।





ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0