পদার্থের জীববিজ্ঞান (11 টি প্রশ্ন )
সুগঠিত নিউক্লিয়াস-বিশিষ্ট কোষই প্রকৃত কোষ। দুই স্তরবিশিষ্ট নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমোসোমের সমন্বয়ে গঠিত নিউক্লিয়াসই সুগঠিত নিউক্লিয়াস।

ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে। ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে কেবল DNA থাকে। এ সকল কোষীয় বৈশিষ্ট্যসমূহ আদিকোষী জীবের কোষীয় বৈশিষ্ট্যের অনুরূপ বলে ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয়। যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আদিকোষ বলে।

১৬৬৫ সালে রবার্ট হুক (Robert Hooke) গভীরভাবে দেখতে পেলেন এক টুকরো কাঠকে। এর আগে কখনো তিনি এইভাবে দেখেননি। কাঠটি দেখতে খুব শক্ত বা নিরেট অথচ পানিতে ভাসে, এর কারন কি?
তিনি কাঠটিকে একটি পাতলা সেকশন করে কাটলেন এবং তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলেন।
তিনি দেখতে পেলেন মৌমাছির চাকের ন্যায় অসংখ্যা ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ। তাই তিনি এটিকে নাম দেন cell বা প্রকোষ্ঠ। ল্যাটিন cellula শব্দের অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ। তিনি তার পর্যবেক্ষন Micrographia গ্রন্থে প্রকাশ করেন। রবার্ট হুক মূলত একটি মৃত্যু কোষ দেখেছিলেন।
পরবর্তীতে ১৬৭৮ সালে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক (Antony Van Leeunwenhoek) জীবিত কোষ পর্যবেক্ষন করেন।
এখানে যেহেতু রবার্ট হুক সর্বপ্রথম কোষ পর্যবেক্ষন করেন তাই তাকে কোষ এর আবিষ্কারক বলা হয়।
থিওফ্রাস্টাস ছিলেন একজন গ্রীক দার্শনিক এবং উদ্ভিদবিদ যিনি খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে বসবাস করতেন। তিনি অ্যারিস্টটলের একজন ছাত্র ছিলেন এবং এথেন্সের দর্শনশাস্ত্রের স্কুল লিসিয়ামের প্রধান হিসেবে তার স্থলাভিষিক্ত হন। উদ্ভিদবিদ্যার উপর তার ব্যাপক অধ্যয়ন এবং লেখার জন্য তাকে "উদ্ভিদ বিজ্ঞানের জনক" বলে মনে করা হয়, যার মধ্যে তার বই "Enquiry into Plants", যা ছিল উদ্ভিদবিদ্যার প্রথম পদ্ধতিগত গ্রন্থগুলির মধ্যে একটি। থিওফ্রাস্টাস নৈতিকতা, রাজনীতি এবং আবহাওয়াবিদ্যার মতো অন্যান্য বিষয়েও লিখেছেন। তার কাজ রোমান প্রকৃতিবিদ প্লিনি দ্য এল্ডার সহ পরবর্তী অনেক বিজ্ঞানীকে প্রভাবিত করেছিল। 

তিনি উদ্ভিদ কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি ও কাষ্ঠলতার উপর ভিত্তি করে উদ্ভিদসমূহকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন। যথা- ট্রি বা বৃক্ষ, শ্রাব বা গুল্ম, আন্ডারশ্রাব বা উপগুল্ম এবং হার্ব বা বীরুৎ।
- ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক এবং প্রশাসক ছিলেন।
- বিজ্ঞানকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি ইউনেস্কো (UNESCO) কর্তৃক মর্যাদাপূর্ণ "কলিঙ্গ পুরস্কার" লাভ করেন।
- তিনিই প্রথম বাংলাদেশী যিনি এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।
- হোমিওপ্যাথির (Homeopathy) আবিষ্কারক হলেন জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান (Samuel Hahnemann), পুরো নাম ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যান (Christian Friedrich Samuel Hahnemann)।
- ১৭৯৬ সালে তিনি এই বিকল্প চিকিৎসা পদ্ধতির সূচনা করেন।
- এর মূলনীতি হলো "Similia Similibus Curentur" অর্থাৎ "সদৃশ সদৃশকে আরোগ্য করে"।
- এই নীতি অনুসারে, কোনো সুস্থ ব্যক্তির শরীরে যে পদার্থ প্রয়োগ করলে যে ধরনের লক্ষণ দেখা দেয়, সেই একই পদার্থ স্বল্প মাত্রায় প্রয়োগ করে সমলক্ষণযুক্ত অসুস্থ ব্যক্তিকে আরোগ্য করা সম্ভব।
- আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৮ সালে Penicillium notatum নামক এক ধরনের ছত্রাক (ফাঙ্গাস) থেকে পেনিসিলিন (Penicillin) নামের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন।
- তিনি লক্ষ্য করেন, তার ল্যাবের এক পেট্রিডিশে ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ওই ছত্রাকটি থামিয়ে দিয়েছে। -
- পরে গবেষণা করে দেখা যায়, এই ছত্রাক থেকে উৎপন্ন পদার্থটি ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম — সেটিই ছিল বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন।
- এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায় এবং অসংখ্য মানুষের জীবন রক্ষা করে।
তাই আলেকজান্ডার ফ্লেমিংকে “Antibiotic-এর জনক” বলা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
✔ইংরেজ জীববিজ্ঞানী চার্লস ডারউইন সর্বপ্রথম বিবর্তনের ধারনা দেন।
✔১৮৫৯ খ্রিস্টাব্দে তার আলোড়ন সৃষ্টিকারি গ্রন্থ " Origin of Species" এ প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব উপস্থাপন করেন যা বৈজ্ঞানিক মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।

 

 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0