শিম জাতীয় উদ্ভিদে কোন ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে ?

A রাইজোবিয়াম

B সিজিয়াম

C নাইট্রোব্যাকটর

D নাইট্রোসোমোনাম

Solution

Correct Answer: Option A

- রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদের (যেমন মুগ, মসুর, বরবটি ইত্যাদি) শিকড়ের গুটিতে বাস করে।
- এই ব্যাকটেরিয়া বাতাসের মুক্ত নাইট্রোজেন (N₂) সংগ্রহ করে সেটিকে নাইট্রোজেন যৌগে, যেমন নাইট্রেট বা অ্যামোনিয়ায় পরিণত করে।
- উদ্ভিদ এই নাইট্রেটকে শোষণ করে প্রোটিন ও অন্যান্য জৈব যৌগ তৈরি করে।
- প্রতিদানে উদ্ভিদ রাইজোবিয়ামকে খাদ্য সরবরাহ করে।
- এই প্রক্রিয়ায় মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions