A National Academy for Planning and Development
B National Association for Policy Development
C National Academy for Public Development
D National Authority for Planning and Development
Solution
Correct Answer: Option A
- NAPD (National Academy for Planning and Development) হলো বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে একটি জাতীয় প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।
- এটি ১৯৮০ সালে "Development of the Planning Machinery in Bangladesh" প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে।
- ১৯৮৫ সালে এটি একটি স্থায়ী সরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৭ সালে এর নাম পরিবর্তন করে "National Academy for Planning and Development" রাখা হয়।
- NAPD-এর মূল কাজ হলো সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পরিকল্পনা, উন্নয়ন, প্রকল্প ব্যবস্থাপনা, এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা।
- এটি উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।