Solution
Correct Answer: Option C
- পাথফাইন্ডার নামে মঙ্গল অভিযানটি নাসা যে কয়টি মহাকাশযানকে মঙ্গলে পাঠানোর পরিকল্পনা করেছিল, তার একটি।
- পাথফাইন্ডার মহাকাশযানটি ১৯৯৬ সালের ডিসেম্বরে রওনা দেয় এবং ১৯৯৭ সালের জুলাইতে মঙ্গলে পৌঁছায়।
- এটা আগে থেকে ঠিক করে দেওয়া জায়গাতেই নামে।
- আগের ভাইকিং-এর সঙ্গে এর তফাৎ হল, এতে সোজর্নার নামে একটি চলমান রোবট ছিল।