পরিমাপ (78 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
যেসব ভৌত রাশির কেবলমাত্র মান আছে, কিন্তু কোন দিক বা অভিমুখ নেই, সেইসব রাশিকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশির উদাহরণ: দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, উষ্ণতা, ভর, সময় ইত্যাদি হল স্কেলার রাশি। কারন, এদের মান আছে, কিন্তু কোন দিক বা অভিমুখ নেই।
i
ব্যাখ্যা (Explanation):
দৈর্ঘ্য,ভর,সময়,তাপমাত্রা, তড়িৎ প্রবাহ,দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ এই ৭ টিকে মৌলিক রাশি বলা হয়। 
i
ব্যাখ্যা (Explanation):
দিকের বিবেচনায় বস্তু জগতের সকল রাশিকে দুই ভাগে ভাগ করা যায়।যথা-
১।স্কেলার রাশি-যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ন ভাবে প্রকাশ করা যায় দিক নির্দেশের প্রয়োজন পড়ে না তাকে,স্কেলার রাশি বলে।
২।ভেক্টর রাশি-যে সকল ভৌত রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয় এর ই প্রয়োজন পড়ে তাকে ভেক্টর রাশি বলে।
i
ব্যাখ্যা (Explanation):
ভৌতজগতে যা কিছু পরিমাপ করা যায় তাদের রাশি বলে বলে।রাশি দুই প্রকার।যথা- ১।মৌলিক রাশি ২।লব্ধ রাশি
i
ব্যাখ্যা (Explanation):
• পাইরোমিটার: সূর্যের উত্তাপ (তাপমাত্রা) নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্র।
• ক্যালরিমিটার: তাপের পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্র।
• টেনসিওমিটার: তরলের চাপ নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্র।
• গ্রাভিমিটার: বস্তুর ভর নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্র।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
 

ওয়াট (ইংরেজি: Watt; প্রতীক: W) আন্তর্জাতিক একক পদ্ধতিতে ক্ষমতার একক। স্কট্‌স ইঞ্জিনিয়ার জেমস ওয়াটের (১৭৩৬–১৮১৯) একক বা মানের নাম করেছিল। এইটি জুল প্রতি সেকেন্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়।

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
চাপের একক হল প্যাসকেল (Pa), যা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস (SI) এর আদর্শ একক। প্যাসকেলকে প্রতি বর্গ মিটারে এক নিউটন হিসাবে সংজ্ঞায়িত করা হয়। চাপের অন্যান্য সাধারণভাবে ব্যবহৃত এককগুলির মধ্যে রয়েছেঃ
- কিলোপাস্কাল (kPa), 
- বায়ুমণ্ডল (atm), 
- পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি (psi), এবং 
- মিলিমিটার পারদ (mmHg)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- বলের অন্তর্জাতিক একক - নিউটন
- দ্রুতির একক মি/সে
- ত্বরণের একক মিটার/সেকেন্ড
i
ব্যাখ্যা (Explanation):

The SI unit of magnetic flux is the weber (Wb)

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
⇒ বল (Force) পরিমাপের আন্তর্জাতিক বা এসআই (SI) একক হলো ‘নিউটন’ (Newton)।
⇒ বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের নামানুসারে বলের এই এককের নামকরণ করা হয়েছে।
⇒ ১ কেজি ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তাতে ১ মিটার/সেকেন্ড² (1 m/s²) ত্বরণ সৃষ্টি হয়, তাকে ১ নিউটন বলা হয়।
⇒ যদিও বল ও ভরবেগের মধ্যে সম্পর্ক রয়েছে, তবুও একক হিসেবে নিউটন শুধুমাত্র বলের জন্যই নির্দিষ্ট।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
-মিটার হলো দৈর্ঘ্যের একক, 
-অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক, 
-ক্যান্ডেলা হলো আলোর তীব্রতার একক।
i
ব্যাখ্যা (Explanation):

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
⇒ আন্তর্জাতিক বা এসআই (SI) পদ্ধতিতে তাপমাত্রার একক হলো ‘কেলভিন’ (Kelvin)।
⇒ ১৮৪৮ সালে লর্ড কেলভিন (Lord Kelvin) তাপমাত্রা পরিমাপের এই স্কেলটি প্রবর্তন করেন, তাই তাঁর নামানুসারে এর নামকরণ করা হয়েছে।
⇒ সেলসিয়াস ও ফারেনহাইট হলো তাপমাত্রা পরিমাপের অন্যান্য প্রচলিত স্কেল, কিন্তু এগুলো এসআই একক নয়।
⇒ অন্যদিকে, ‘ক্যালরি’ হলো তাপ বা শক্তির পরিমাপের একক।
i
ব্যাখ্যা (Explanation):
- এস আই (SI) পদ্ধতিতে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার (Ampere)।
- একে সংক্ষেপে 'A' দ্বারা প্রকাশ করা হয়।

অন্য অপশনগুলো:
- ওহম (Ohm): বৈদ্যুতিক রোধের একক।
- কুলম্ব (Coulomb): বৈদ্যুতিক আধান বা চার্জের একক।
i
ব্যাখ্যা (Explanation):
- ওহম (Ω) রোধের একক।
- জুল (J) শক্তির একক।
- ফ্যারাডে (F) ধারকত্বের একক।
- কুলম্ব (C) তড়িৎ আধানের মৌলিক একক।
- ভোল্ট (V) বিভবের একক।
- ওয়াট (W) হল ক্ষমতার একক।
i
ব্যাখ্যা (Explanation):
- দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
- লেন্স দু-প্রকার। যথা- উত্তল বা অভিসারী লেন্স এবং অবতল বা অপসারী লেন্স।
- লেন্সের ক্ষমতা বলতে আলোকরশ্মিগুচ্ছকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াকে নির্দেশ করে।
- লেন্সের ক্ষমতার প্রচলিত একক হলো ডায়াপ্টার। এসআই একক হলো রেডিয়ান/মিটার।
- লেন্সের ক্ষমতার মান ধনাত্মক কিংবা ঋণাত্মক উভয় প্রকার হতে পারে।
- সিমেন্স, ক্যান্ডেলা এবং বেকরেল যথাক্রমে পরিবাহিতা, দীপন ক্ষমতা এবং তেজস্ক্রিয়তার একক।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- ১টি নটিক্যাল মাইল বলতে ১৮৫৩.১৮ মিটার দূরত্বকে বোঝানো হয়।
- এই পরিমাপটি সাধারণত সমুদ্র এবং বিমান চলাচলের ক্ষেত্রে দূরত্ব মাপার একক হিসেবে ব্যবহৃত হয়।
- কিলোমিটারের হিসেবে ১ নটিক্যাল মাইল বা নৌমাইল সমান ১.৮৫২ কিলোমিটার (আন্তর্জাতিক মান অনুযায়ী)।
- তবে পুরোনো ব্রিটিশ পরিমাপ বা কিছু নির্দিষ্ট গাণিতিক রূপান্তর অনুযায়ী এর মান প্রায় ৬০৮০ ফুট বা ১৮৫৩.১৮ মিটার ধরা হয়ে থাকে।
- ১ নটিক্যাল মাইল পৃথিবীর অক্ষাংশের ১ মিনিট (1 minute of latitude) কৌণিক দূরত্বের সমান।
i
ব্যাখ্যা (Explanation):
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
১ মিটার = ১০০ সেন্টিমিটার।
১ কিলোমিটার = ০.৬২ মাইল।
১ গজ = ০.৯১৪৪ মিটার।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0