Solution
Correct Answer: Option C
- সপ্তর্ষিমণ্ডল হলো সাতটি উজ্জ্বল তারার একটি দল, যা আকাশের উত্তর দিকে দেখা যায়।
- এই সাতটি তারা এমনভাবে সাজানো থাকে, যা দেখতে একটি প্রশ্নবোধক চিহ্নের মত দেখায়।
- সপ্তর্ষিমন্ডলের এই আকৃতির কারণে এটি সহজেই চেনা যায়।
- উত্তর গোলার্ধ থেকে সারা বছরই এই তারামণ্ডলকে দেখা যায়।
- ভারতীয় উপমহাদেশের জ্যোতির্বিদগণ সাত জন ঋষির নামে এই সাতটি তারার নামকরণ করেন তাই - এই নক্ষত্রমণ্ডলটি সপ্তর্ষিমন্ডল নামে পরিচিত হয়।
- এই মন্ডলের প্রথম দুটি তারা যোগ করে সরল রেখা কল্পনা করলে সেটি ধ্রুবতারার দিকে নির্দেশ করে।