জবরদস্তি -শ্রম নিষিদ্ধকরণ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
A ৩৩ নং
B ৩১ নং
C ৩৪ নং
D ৩২ নং
Solution
Correct Answer: Option C
-বাংলাদেশের সংবিধানের ৩৪ নং অনুচ্ছেদ জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ সম্পর্কিত।
-এই অনুচ্ছেদে বলা হয়েছে যে, সকল প্রকার জবরদস্তি-শ্রম নিষিদ্ধ। এই বিধান কোনভাবে লঙ্ঘিত হলে তা আইনতঃ দণ্ডনীয় অপরাধ বলিয়া গণ্য হইবে।