নিচের কোনটি বাংলাদেশের জি আই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেনি?
Solution
Correct Answer: Option D
বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক সামগ্রী হিসেবে স্বীকৃতি পায় জামদানি ১৭ নভেম্বর ২০১৬ । ৬ আগস্ট ২০১৭ DPDT জাতীয় মাছ ইলিশ কে বাংলাদেশী পণ্য হিসাবে বিশ্ব স্বীকৃতি অর্জনের কথা ঘোষণা করে। এর ফলে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় GI পণ্য হিসাবে নিবন্ধিত হলো। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে ক্ষীরশাপাতি আমকে বাংলাদেশের ৩য় GI পণ্য (foodstuff) হিসেবে ঘোষণা করা হয়। ২০২০ সালের ২৮ ডিসেম্বর মসলিনকে বাংলাদেশের চতুর্থ জিআই পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়।২৬ এপ্রিল ২০২১ সালে রাজশাহী সিল্ক ৫ম জিআই পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়। জামদানী, ইলিশ, ক্ষিরশাপাতি আম, মসলিন, রাজশাহী সিল্ক। রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুরের কাটারিভোগ ও বাংলাদেশি কালিজিরা
সর্বশেষ ২৪ এপ্রিল, ২০২২ বাগদা চিংড়ি সনদ পেল।