রক্তের লোহিত কণিকার কাজ কি?
A অক্সিজেন বহন করা
B নাইট্রোজেন বহন করা
C কার্বন ডাই অক্সাইড বহন করা
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
রক্তের লোহিত কণিকা বা এরিথ্রোসাইট–এর ভেতরে থাকে হিমোগ্লোবিন নামক প্রোটিন, যা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে শরীরের এক অংশ থেকে অন্য অংশে অক্সিজেন পরিবহন করে। যদিও কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডও লোহিত কণিকার মাধ্যমে বহন হয়, তবুও এর মূল ও প্রধান কাজ হলো অক্সিজেন বহন করা।