- দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষার সাহায্য করে শ্বেতকণিকা । হিমোগ্লোবিনবিহীন এই শ্বেত রক্তকণিকাকে ইংরেজিতে White Blood Call বা WBC বলে । এরা দেহের আকার পরিবর্তনের মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে ।
- লিউকিমিয়া বা লিউকেমিয়া রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার এর কারণ রক্তে শ্বেত কণিকা বৃদ্ধি। অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান লক্ষণ রক্তকণিকার, সাধারণত শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক সংখ্যাবৃদ্ধি।
- লোহিত কণিকা আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌছে দেয়