মানুষের গায়ের রং কোন উপাদানের উপাদানের উপর নির্ভর করে?
A মেলানিন
B থায়ামিন
C ক্যলোরিন
D হিমোগ্লোবিন
Solution
Correct Answer: Option A
মানুষের গায়ের রঙ নির্ভর করে চামড়ার মেলানিনের উপস্থিতির উপর। চামড়ার মেলানোসাইট নামক একপ্রকার কোষ মেলানিন তৈরি করে। চামড়ায় মেলানিনের পরিমাণ বেশি থাকলে গায়ের রঙ কালো হয় আর মেলানিন কম থাকলে গায়ের রঙ ফর্সা হয়।