ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
A এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
B চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়
C এ রোগ হলে রক্তে গুকোজের মাএা বৃদ্ধি পায়
D ইনসুলিনের অভাবে এ রোগ হয়
Solution
Correct Answer: Option B
- চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস হয়- এটি একটি প্রচলিত ধারণা হলেও বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ সত্য নয়।
- ডায়াবেটিস মূলত ইনসুলিন হরমোনের অভাব বা শরীরের ইনসুলিন ব্যবহারের অক্ষমতার কারণে হয়, সরাসরি চিনি খাওয়ার কারণে নয়।
- অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস হয়।
- এই রোগের ফলে রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে পড়লে মানবদেহের কিডনি, চোখ ও হৃৎপিণ্ড নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
- ডায়াবেটিস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ, যা বংশগত কারণ, অতিরিক্ত ওজন এবং শারীরিক পরিশ্রমের অভাবের সাথে সম্পর্কিত।